ঢাকা, সোমবার   ০৬ মে ২০২৪

শোকের মাসে কোটালীপাড়া আওয়ামী লীগের কর্মসূচি চলছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫১, ৩ আগস্ট ২০২৩

শোকের মাসে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের কর্মসূচি চলছে। শোকের মাসের প্রথম দিনে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ করেন নেতাকর্মীরা। এরপর বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। 

আগামী ৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যৈষ্টপুত্র বিশিষ্ট ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক, বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন করা হবে। ৮ আগস্ট বিকেল ৫টায় কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্মবার্ষিকী উদযাপন করা হবে।

১৫ আগস্ট জাতীয় শোক দিবসে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ রাখা হবে। বিকেলে আলোচনা সভা, মিলাদ, দুস্থদের মাঝে খাবার বিতরণ, মসজিদ, মন্দির, গীর্জায় বিশেষ প্রর্থনার আয়োজন করা হয়েছে।

১৭ আগস্ট উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বেলা ১১ টায় দেশব্যাপি সিরিজ বোমা হামলার প্রতিবাদে সন্ত্রাস ও মৌলবাদ বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ।

২১ আগস্ট বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, প্রধাণমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ভয়াবহ গ্রেনেড হামলার প্রতিবাদে এবং হামলার সঙ্গে জড়িতদের দেশে এনে বিচার কার্যকর করার দাবিত সমাবেশ ও মানববন্ধন উপজেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে ওই দিন বেলা ১১টায় এসব কর্মসূচির আয়োজন করা হয়েছে।

২৪ আগস্ট গ্রেনেড হামলায় নিহত নারী নেত্রী আইভি রহমানের মৃত্যুবার্ষিকীতে তার প্রতিকৃতিতে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বেলা ১১টায় দলীয় কার্যালয়ে শ্রদ্ধা নিবেদন করা হবে।

এছাড়া ও ২৭ আগস্ট বেলা ১১টায় দলীয় কার্যালয়ে বিদ্রোহী ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উদযাপন করবে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ।

৩১ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টায় কোটালীপাড়া উপজেলা পরিষদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংলগ্ন বেদীতে  মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শোকাবহ আগস্টের কোটালীপাড়া উপজেলা আওেয়ামী লীগের গৃহীত কর্মসূচি সম্পন্ন হবে।

কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মিজানুর রহমান তাজ (বুলবুল) এ তথ্য জানিয়েছেন।

ওই আওয়ামী লীগ নেতা বলেন, শোকের মাসে কেন্দ্রীয় আওয়ামী লীগ সহযোগী ও অঙ্গসংগঠন ঘোষিত কর্মসূচি নিজ নিজ ব্যানারে পালন করার জন্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস ও সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ নির্দেশ দিয়েছেন।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি